রাকিব চৌধুরী শিশির | প্রকাশিত ০৭ অগাস্ট, ২০১৮ ১৩:০৬:১৫
ফতুল্লা সংবাদদাতা : ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে বিশ্ব কবি রবীন্দ্রনাথের মহা প্রয়াণ দিবস উপলক্ষে সোমবার ৬ আগস্ট বিকাল ৩টায় বিদ্যালয়ের মিলনায়তনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী-১৪২৫ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। অনুষ্ঠানে শারমিন সুলতানা সাথীর সুন্দর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন, শিফট ইনচার্জ মোঃ শাহাব উদ্দীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য ফরিদ আহমেদ লিটন। অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মান প্রদর্শন করেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রণজিৎ মোদক, ম্যানেজিং কমিটির সদস্য তাজুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকি, মোঃ অহিদ খন্দকার, শিখা চৌধুরী, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য সেলিম মুন্সী। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সহঃ প্রধান শিক্ষক আফরোজা।
অনুষ্ঠানের প্রারম্ভেই প্রভা, নুসরাত, সোনিয়া, সিয়াম, রিয়া রবীন্দ্র-নজরুল গীতি পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। পরবর্তীতে রবীন্দ্র-নজরুলের কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানের মঞ্চ সজ্জ্বায় ছিলেন রনি ও তার সঙ্গীরা। মনোরম পরিবেশে উপস্থিত দর্শকবৃন্দ উক্ত অনুষ্ঠান উপভোগ করেন।