আইএমএফ চলমান পরিস্থিতিতেও বাংলাদেশে সহযোগিতা অব্যাহত রাখবে

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চলমান পরিস্থিতিতেও বাংলাদেশে সহযোগিতা অব্যাহত রাখবে। মঙ্গলবার (৬ আগস্ট) এক প্রতিবেদনে এমনটা দাবি করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

Aug 7, 2024 - 12:13
 0  35
আইএমএফ চলমান পরিস্থিতিতেও বাংলাদেশে সহযোগিতা অব্যাহত রাখবে

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হলেও বাংলাদেশ ও তার জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আইএমএফ বলেও দাবি করা হয় প্রতিবেদনে। দাবি, বাংলাদেশকে দেয়া ৪৭০ কোটি ডলারের ঋণ সহায়তা অব্যাহত রাখবে সংস্থাটি। যা অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের পাশাপাশি প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ বিষয়ে এই প্রথম নিজেদের অবস্থান স্পষ্ট করলো আইএমএফ। গত বছরের জানুয়ারিতে, হওয়া ঋণচুক্তির আওতায় এরইমধ্যে তিন কিস্তিতে ২৩০ কোটি ৮২ লাখ ডলার ছাড় দিয়েছে আইএমএফ।

আগামী ২০২৬ সাল পর্যন্ত মোট সাত কিস্তিতে ঋণের সম্পূর্ণ অর্থ ছাড় দেয়ার কথা রয়েছে সংস্থাটির। ঋণ কর্মসূচিটির আওতায় প্রতিটি কিস্তি পেতে বেশ কিছু শর্ত পালন করতে হচ্ছে বাংলাদেশকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow