ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থ বারের মত ইউরো চ্যাম্পিয়ন স্পেন

রুদ্ধশ্বাস ফাইনালের পর এবারও হারের যন্ত্রণা মাথায় নিয়েই ইউরো শেষ হল ইংল্যান্ডের। ট্রফিখরা কাটল না হ্যারি কেনের। নিকো আর ওয়ারজাবালের গোলে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হল স্পেন।

Jul 15, 2024 - 13:06
Jul 15, 2024 - 13:11
 0  59
ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থ বারের মত ইউরো চ্যাম্পিয়ন স্পেন

মনে থাকবে একটাই নাম। লেমেনি ইয়ামাল। রবিবাসরীয় বার্লিনে ইউরো ফাইনালে রাতে ছাপ রেখে গেল ১৭ বছরের এই ছেলেটা। দ্বিতীয়ার্ধ। ম্যাচের বয়স সবে ৪৭ মিনিট। ইংলিশ ডিফেন্স চিড়ে ছোট্ট ইয়ামালের বাঁ-পা থেকে মেঘ পিওনের মতো বেরিয়ে এল গোলের ঠিকানা লেখা একটা পাস। বন্ধু নিকোর উইলিয়ামসকে বলটা যেখানে সাজিয়ে দিলেন, সেখান থেকে শুধু গোলই হয়। আর সেটাই হল। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ১২ বছর পর ইউরো কাপ জিতল স্পেন। জার্মানিকে ছাপিয়ে এই নিয়ে রেকর্ড চার বার।

ওপেন ফুটবল খেলেই ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে দিল স্পেন। শুরু থেকেই বন্ধ করে দিল সাকা-বিলিংহ্যাম এবং ফোডেনের এই ত্রিবেণী সঙ্গমকে। ইংলিশ এই ত্রিফলার সামনে একাই দূর্গ হলে রডরিগো। সার্পোট হিসাবে পাশে পেয়ে গেল ড্যানি ওমলোকে। ইংলিশ ডিফেন্সকে আগাগোড়া নাস্তানাবুদ করলেন ইয়ামাল, উইলিয়ামস এবং রুইসরা। লুক শ এবং কাই ওয়াকারের বয়স হার মানল স্প্যানিস তারুণ্যের সামনে।

রুদ্ধশ্বাস ফাইনালের পর এবারও হারের যন্ত্রণা মাথায় নিয়েই ইউরো শেষ হল ইংল্যান্ডের। গতবছর ট্রফি গিয়েছিল রোমে। এবার ইউরোর জয়রথ ছুটল মাদ্রিদ-বার্সেলোনার দিকে। ইউরোর সেরা তরুণ প্লেয়ার হলেন লামিনে ইয়ামাল। স্পেনের ‘স্কুলবয়’দের দাপটে থেমে গেল ‘ইটস কামিং হোম’-এর সুর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow