মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরিডুবি

পদ্মায় ডুবে গেল যানবাহন নিয়ে নোঙর করা ফেরি....

Jan 17, 2024 - 00:25
 0  5
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরিডুবি

ঘন কুয়াশার কারণে পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন নিয়ে নোঙর করা ফেরি রজনীগন্ধা ডুবে গেছে। আজ বুধবার সকাল সোয়া ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছাকাছি থাকা ফেরিটি ডুবতে শুরু করে।

মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার প্রথম আলোকে বলেন, ফেরিডুবির ঘটনায় ১০ জন উদ্ধার হয়েছেন। এর মধ্যে চারজন সাঁতরে কূলে আসেন। আর ছয়জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ প্রথম আলোকে বলেন, ঘন কুয়াশার কারণে গতকাল মঙ্গলবার রাত আড়াইটা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ আছে।

আজ সকালে নৌ চলাচল চালু হয়নি। এমন অবস্থায় পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছাকাছি থাকা ফেরি রজনীগন্ধা পদ্মা নদীতে ডুবে যায়। ফেরিতে ৯টি যানবাহন ছিল বলে জানা গেছে। হুমায়ূন কবীর নামে ফেরিটির দ্বিতীয় যন্ত্রচালক নিখোঁজ আছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow