নতুন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে এ পদে নিয়োগ দেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করেছেন।
এর আগে বুধবার ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করে এ পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনার সময় নিয়োগ পাওয়া এ এম আমিন উদ্দিন।
আসাদুজ্জামান বিশিষ্ট আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদের জুনিয়র ছিলেন।
What's Your Reaction?












