ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, হাসপাতালে ৮৬৫ জন
ডেঙ্গুতে আগস্টে মৃত্যু হয় ২৭ জনের। আর চলতি মাসের (সেপ্টেম্বর) ১২ দিন বাকি থাকতেই এডিস মশাবাহিত এ রোগে ৩৬ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু বাড়ছেই। গতকালও ছয়জনের মৃত্যু হয়েছে; কিন্তু বর্ষা মৌসুম পার হয়ে যাওয়ার পরও এবার ডেঙ্গুর বর্ষাকালীন জরিপ হয়নি। বর্ষা–পরবর্তী জরিপ নিয়েও স্বাস্থ্য অধিদপ্তরের কোনো তৎপরতা নেই।
ডেঙ্গু পরিস্থিতি বুঝতে প্রতিবছর তিন দফায় এডিস মশার জরিপ করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখা। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতির জন্য এ জরিপ খুবই প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। এ বছর শুধু এপ্রিল মাসে বর্ষা-পূর্ব জরিপটি হয়েছিল।
সামনে ডেঙ্গু পরিস্থিতি নাজুক হয়ে উঠতে পারে বলেই মনে করছেন জনস্বাস্থ্যবিদ ও কীটতত্ত্ববিদেরা। তাঁরা বলছেন, মশার লার্ভার উপস্থিতি কোথায় কতটা, সে বিষয়ে কারও হাতে কোনো তথ্য নেই। এ পরিস্থিতিতে ডেঙ্গুর প্রকোপ বাড়লে তা সামলানো কঠিন হতে পারে।
এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ১৪৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২১, ঢাকা উত্তর সিটিতে ২৫১, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪২, খুলনা বিভাগে ৯৪ ও ময়মনসিংহ বিভাগে ১৮ জন রয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ৪৬, রাজশাহী বিভাগে ২০ এবং রংপুর বিভাগে ২৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে, গত একদিনে সারা দেশে ৬০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১৮ হাজার ৫০০ জন।
গত বছর হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী। আর মারা যান ১ হাজার ৭০৫ জন।
What's Your Reaction?












