শীতে শতক ছুঁয়েছে দেশি পেঁয়াজের দাম

রাজধানীর কোনো কোনো বাজারে শতক ছুঁয়েছে পেঁয়াজের দামে। এক দিনের ব্যবধানে বেড়েছে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা। ফলে ৯০ টাকার মুড়িকাটা জাতের পেঁয়াজের দাম ছুঁয়েছে ১০০ টাকা। একই সঙ্গে বাজারে বেড়েছে ডিমের দামও।

Jan 30, 2024 - 00:50
 0  3
শীতে শতক ছুঁয়েছে দেশি পেঁয়াজের দাম

রাজধানীর কোনো কোনো বাজারে শতক ছুঁয়েছে পেঁয়াজের দামে। এক দিনের ব্যবধানে বেড়েছে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা। ফলে ৯০ টাকার মুড়িকাটা জাতের পেঁয়াজের দাম ছুঁয়েছে ১০০ টাকা। একই সঙ্গে বাজারে বেড়েছে ডিমের দামও।   রাজধানীর মালিবাগ, মগবাজার ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, গতকাল প্রতি কেজি মুড়িকাটা জাতের পেঁয়াজ বিক্রি হয়েছে ৯৫ থেকে ১০০ টাকায়। যে পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, তা ছিল আকারে একটু বড়। বাজারে আমদানি করা পেঁয়াজের সরবরাহ নেই বললেই চলে। মাত্র অল্প কয়েকটি দোকানে আমদানি করা পেঁয়াজ দেখা গেছে, তবে পরিমাণে তা একেবারে কম। আমদানি করা এই পেঁয়াজ প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়েছে।বাজারে এখন আগাম বা মুড়িকাটা জাতের পেঁয়াজ পাওয়া যাচ্ছে। মাস দেড়েক আগে এই পেঁয়াজ হাটে আসা শুরু করে। তবে বেশির ভাগ পেঁয়াজ ইতিমধ্যে তোলা হয়েছে। ফলে সরবরাহ কমা শুরু করায় দাম বাড়ছে। তবে মাসখানেকের মধ্যেই প্রধান জাত হালিকাটা পেঁয়াজ বাজারে উঠতে শুরু করবে। তখন পেঁয়াজের দাম আবার কমে আসবে। ব্যবসায়ীরা বলছেন— বাজারে নতুন দেশি পেঁয়াজ এসেছে। আকারেও একটু বড়। পেঁয়াজগুলোর মান ভালো হওয়ায় দামও একটু বেশি। তবে পেঁয়াজের কোনো ঘাটতি নেই। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow