টানা দুই ম্যাচ প্যালেসের কাছে হারের পর ম্যানইউর ড্র

গত সপ্তাহে বার্নলিকে গোলবন্যায় ভাসিয়ে দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ লিগ কাপের তৃতীয় রাউন্ডে ৭-০ গোলে জেতা দলটি প্রিমিয়ার লিগে ফিরে হতাশ করলো। শনিবার সেলহার্স্ট পার্কে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করলো এরিক টেন হ্যাগের দল।ম্যানইউ আধিপত্য বিস্তার করে খেলেছে। তবুও এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো তাদের। অবশ্য গত মৌসুমে প্যালেসের কাছে ১-০ ও ৪-০ গোলে হারের পর এই ফল কিছুটা হলেও তাদের তৃপ্তি এনে দিতে পারে।
এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে গোলবঞ্চিত থাকল লুইস ফন গালের শিষ্যরা। অপর ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে ২-১ গোলের জয় পায় সিটিজেনরা।
লন্ডনের সেলহার্টস পার্কে পুরো ম্যাচ জুড়েই গোলের জন্য হাহাকার করে ম্যানইউ। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও পাঁচটি প্রচেষ্টায় গোলমুখে মাত্র একটি শট নেয় রুনি-মার্শালরা। অন্যদিকে, মিডফিল্ডার ইয়ানিক বোলাসির শটটি ডেভিড ডি গিয়ার হাত ছুঁয়ে ক্রসবারে না লাগলে খেলা শুরুর ১০ মিনিটে লিড নিতে পারত ক্রিস্টাল। এর দুই মিনিট পরই ইয়োহান কাবাইয়ের কর্ণার কিক থেকে স্কট ড্যানের হেডটি প্রতিহত করে আবারো দলকে রক্ষা করেন ডি গিয়া।
পয়েন্ট টেবিলে এখনো শীর্ষ চারের মধ্যেই রয়েছে ম্যানইউ। ১১ ম্যাচ শেষে ছয় জয়, তিন ড্র ও দুই পরাজয়ে ২১ পয়েন্ট নিয়ে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। অবশ্য, ওয়াটফোর্ডের বিপক্ষে ওয়েস্ট হাম (২০) জয় পেলে পাঁচে নামত রেড ডেভিলসরা। ওয়েস্ট ব্রমউইচকে ৩-২ গোলে হারিয়ে তিন নম্বরে উঠে এসেছে লেইচেস্টার সিটি (২২)। সমান ২৫ পয়েন্টে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে ম্যানসিটি, আর্সেনাল।
What's Your Reaction?






