দুরন্ত জয় ইন্টার মায়ামির,দুই মাস পর প্রত্যাবর্তন করে জোড়া গোল মেসির

দুই মাসের বেশি সময় পর চোট কাটিয়ে মাঠে ফিরলেন মেসি। দুই গোল করে প্রত্যাবর্তনটা রঙিন করে রাখলেন আর্জেন্টাইন তারকা। চোট কাটিয়ে ফিট মেসিকে দেখার অপেক্ষায় ছিলেন তাঁর ভক্তরা। অবশেষে ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নামলেন, জোড়া গোল করলেন। একটি গোল করালেন। এক কথায় প্রত্যাবর্তনের ম্যাচেই নায়ক হয়ে থাকলেন এলএমটেন।
ঘরের মাঠ ফ্লোরিডার চেস স্টেডিয়ামে রবিবার সকালে(ভারতীয় সময় অনুসারে) ফিলাডেলফিয়ার মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। এই ম্যাচে ৩-১ গোলে জিতল মায়ামি। ম্যাচে জোড়া গোল করলেন মেসি, একটি গোল করলেন সুয়ারেজ। মেসি-সুয়ারেজ যুগলবন্দি দেখা গেল ফের একবার।
অবশ্য চেজ স্টেডিয়ামে শুরুতে গোল হজম করে ইন্টার মায়ামিই। ম্যা্চের ২ মিনিটের মধ্যেই ফিলাডেলফিয়াকে এগিয়ে দেন মিকায়েল উহরে। ২৬ মিনিটে গোল শোধ করে মায়ামি। মাঝমাঠ থেকে প্রথমে বল পান সুয়ারেজ , ফার্স্টটাচেই মেসির দিকে এগিয়ে দেন সুয়ারেজ। মেসি শুরুতে বক্সের বাইরে বোকা বানান ফিলাডেলফিয়ার ডিফেন্ডার কাই ওয়েগনারকে, এরপর একটু এগিয়ে গিয়ে ডানপায়ের শটে বল জালে জড়িয়ে দেন। প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতেও সময় লাগেনি মায়ামির। ম্যাচের ৩০তম মিনিটে জর্দি আলবার পাস থেকে নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোল করেন মেসি। এরপর আর তেমন কোনো আক্রমণ না হওয়ায় ২-১ গোলের এগিয়ে থেকেই সাজঘরে ফেরে মায়ামি।
What's Your Reaction?






