অবসরে লুইস সুয়ারেজ,প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলের ইতি টানতে যাচ্ছেন।

Sep 3, 2024 - 12:42
 0  44
অবসরে লুইস সুয়ারেজ,প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলের ইতি টানতে যাচ্ছেন।

উরুগুয়ের কিংবদন্তি তিনি। দুই বার বিশ্বকাপ জেতা লাতিন দলটির হয়ে করেছেন সবচেয়ে বেশি ৬৯ গোল। লুইস সুয়ারেজকে ঘিরে অবশ্য ২০২৬ বিশ্বকাপের পরিকল্পনাও সাজাচ্ছিলেন না দলটির কোচ। তাই বলে হুট করে তিনি অবসর নিয়ে নিবেন সেটা ছিল অপ্রত্যাশিত। তবে হঠাৎ করে সোমবার সংবাদ সম্মেলনে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন ৩৭ বছর বয়সী সুয়ারেজ।

সংবাদ সম্মেলনে সুয়ারেজ জানালেন শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পরই তুলে রাখবেন বুট জোড়া। ছলছল চোখে সুয়ারেস জানালেন, ‘‘আমি অবসর নিয়ে অনেক ভেবেছি। এরপর মনে হয়েছে এটাই সঠিক সময়। শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে খেলেই অবসর নিব জাতীয় দল থেকে।’’

সোমবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে অবসরের সিদ্ধান্তের কথা জানান সুয়ারেজ। তিনি বলেন, ‘হৃদয় ভেঙে যাচ্ছে। তবু জানাচ্ছি, আগামী শুক্রবারই জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলব আমি।"

তিনি আরও বলেন, “সৌভাগ্যবশত, আমি আত্মবিশ্বাসী যে, জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। কারণ, আমি একটি নতুন কোনো জায়গায় যেতে চাই। আমার বয়স ৩৭ বছর। আমি জানি যে পরের বিশ্বকাপে যাওয়া খুব কঠিন। এটা আমাকে অনেক সান্ত্বনা দেয় যে, আমি নিজের ইচ্ছায় অবসর নিতে পারছি। ইনজুরির কারণে আমাকে অবসর নিতে হচ্ছে না। অথবা দল থেকে বাদ পড়ার কারণে অবসর নিতে হচ্ছে না। শেষ ম্যাচ পর্যন্ত আমি নিজের ১০০ শতাংশ দেব।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow