এআই তরুণ চাকরিজীবীদের জন্য আশীর্বাদ না হুমকি

Jul 19, 2023 - 19:46
 0  33
এআই তরুণ চাকরিজীবীদের জন্য আশীর্বাদ না হুমকি

নতুন প্রজন্মের জেন জি (বর্তমান তরুণ প্রজন্ম) সারা বিশ্বে কর্মক্ষেত্রে ঢুকেছেন বৈশ্বিক মহামারি করোনার সময়। একটা কঠিন সময়ে কর্মক্ষেত্রে ঢোকার কারণে জ্যেষ্ঠ কর্মীদের চেয়ে তাঁদের অনেকেই নানা দক্ষতা অর্জন করা থেকে বাদ পড়েছেন। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এসেছে। ধারণা করা হচ্ছে, কর্মক্ষেত্রে এআই অসংখ্য মানুষের জায়গা দখল করে নেবে। তাহলে নতুন কর্মজীবন শুরু করা জেন জির কী হবে?

এ বিষয়ে যুক্তরাজ্যের ক্রেনফিল্ড স্কুল অব ম্যানেজমেন্টের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের অধ্যাপক ও চেঞ্জিং ওয়ার্ল্ড অব ওয়ার্ক গ্রুপের প্রধান এমা পারি বলেছেন, এআই জেন জি কর্মীদের খুব একটা ক্ষতি করতে পারবে না। কারণ, জেন জি কর্মীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়ার মানসিকতা আছে। তিনি বলেন, ‘এখনো এ বিষয়ে এআই নিয়ে খুব বেশি পরিমাণে মানসম্পন্ন গবেষণা নেই। আর ঘটনাচক্রে তরুণেরা দৈনন্দিন জীবন ও কর্মক্ষেত্রে এআইকে আরও বেশি গ্রহণ করে এবং মানিয়ে নিতে ইচ্ছুক।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow