করপোরেট বিনিয়োগে বেকারি খাত, বাজার ১০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

Business

Jul 19, 2023 - 21:24
Jul 19, 2023 - 22:28
 0  29
করপোরেট বিনিয়োগে বেকারি খাত, বাজার ১০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

বর্তমানে বেকারি পণ্যের অভ্যন্তরীণ বাজার ১০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছেন খাতের সংশ্লিষ্টরা। করপোরেট বিনিয়োগে এ খাতে তৈরি হয়েছে বাংলাদেশি ব্র্যান্ডও। অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বাজারে মিলছে আলু, জিরা, ক্রিম, মসলা ও নোনতাসহ নানা স্বাদের বিস্কুট।

মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীতে এক অনুষ্ঠানে বেকারি শিল্পে প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরে তারা বলেন, কারখানায় আধুনিক প্রযুক্তির কারণে তুলনামূলক কম দামে ও মানসম্মত বিস্কুট উৎপাদন সহজ হয়েছে।


এই পণ্য উৎপাদনের সাথে জড়িতরা জানান, বর্তমানে বেকারি পণ্যের অভন্তরীণ বাজার ১০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। করপোরেট বিনিয়োগে এ খাতে তৈরি হয়েছে বাংলাদেশি ব্র্যান্ডও। কারখানাগুলোতে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বাজারে মিলছে আলু, জিরা, ক্রিম, মসলা ও নোনতাসহ নানা স্বাদের বিস্কুট। ভোক্তার চাহিদা ও রুচি বিবেচনায় আছে ড্রাই কেক, বাটার কেকসহ নানা ধরনের বেকারি আইটেম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow