খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছানো হয়েছে।আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২০ অক্টোবর) ঢাকার তিন নম্বর বিশেষ আদালতের বিচারক আবু তাহের শুনানির জন্য আগামী ২৪ অক্টোবর নতুন দিন ধার্য করেন।

Oct 20, 2024 - 14:58
 0  69
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২০ অক্টোবর) ঢাকার তিন নম্বর বিশেষ আদালতের বিচারক আবু তাহের শুনানির জন্য আগামী ২৪ অক্টোবর নতুন দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া ও হান্নান ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী তেজগাঁও থানায় এ মামলা করেন। মামলায় খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে আসামি করা হয়।মামলার পরদিন খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ১৮ সেপ্টেম্বর মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করা হয়। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়।অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর অভ্যন্তরীণ কনটেইনার ডিপো (আইসিডি) ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন।এ মামলার ২৪ আসামির মধ্যে ৮ জন মারা গেছেন। এ ছাড়া জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর হওয়ায় তাকেও মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।বর্তমানে খালেদা জিয়াসহ এ মামলার আসামি ১৫ জন। এদের মধ্যে উল্লেখযোগ্য আসামিরা হলেন, বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান কমডোর জুলফিকার আলী, সাবেক নৌ-সচিব জুলফিকার হায়দার চৌধুরী, তৎকালীন গ্যাটকো পরিচালক শাহজাহান এম হাসিব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow