পার্বত্য তিন জেলায় সমন্বিত পদক্ষেপ নিন

পার্বত্য চট্টগ্রামে একটা সময় ম্যালেরিয়া মানে ছিল রীতিমতো আতঙ্ক। প্রত্যন্ত পাহাড়ি এলাকা হওয়ায় মশাবাহিত এ রোগের প্রকোপে চরমভাবে ভুগতে হতো সেখানকার জনগোষ্ঠীকে। গত দুই আড়াই দশকে যোগাযোগব্যবস্থা ও আর্থসামাজিক উন্নয়নের ফলে সেখানকার স্বাস্থ্যব্যবস্থাও তুলনামূলকভাবে উন্নত হয়েছে।
এরপরও দেশের মোট ম্যালেরিয়া রোগীর ৯০ শতাংশের বেশি আক্রান্ত হন পার্বত্য তিন জেলায়। চলতি বছর এখন পর্যন্ত আগের বছরের তুলনায় ম্যালেরিয়া রোগীর সংখ্যা বেড়েছে। ইতিমধ্যে কয়েকজন মারাও গেছেন। তবে আরও আশঙ্কার বিষয় হলো ম্যালেরিয়ার সঙ্গে সেখানে হানা দিয়েছে আরেক মশাবাহিত রোগ ডেঙ্গুও। এ কারণে সেখানকার বাসিন্দাদের জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে।
গত বছরের প্রথম ছয় মাসের তুলনায় রাঙামাটি ও খাগড়াছড়ির পরিস্থিতি আরও খারাপ হয়েছে, সেদিক দিয়ে বান্দরবানের পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক। গত বছরের প্রথম ছয় মাসে তিন পার্বত্য জেলায় কোনো ডেঙ্গু রোগী না থাকলেও সেখানে এখন গত রোববার পর্যন্ত ৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
What's Your Reaction?






