ফোন চার্জে কতক্ষণ রাখা উচিত, বেশি সময় চার্জে থাকলে কী হয়?

ডিজিটাল এই যুগে স্মার্টফোন ছাড়া দিন চলে কল্পনাও করা যায় না। ফোনের ব্যাটারি যেন দিনভর সচল থাকে, সেজন্য নিয়মিত চার্জ দেওয়া প্রয়োজন। কিন্তু অনেকেই জানেন না, ফোন চার্জে কতক্ষণ রাখা উচিত কিংবা বেশি সময় চার্জ দিলে ক্ষতি হয় কি না। এই প্রতিবেদন থেকে সে বিষয়ে পরিষ্কার ধারণা পাবেন।

Jun 21, 2025 - 11:38
 0  162
ফোন চার্জে কতক্ষণ রাখা উচিত, বেশি সময় চার্জে থাকলে কী হয়?

ডিজিটাল এই যুগে স্মার্টফোন ছাড়া দিন চলে কল্পনাও করা যায় না। ফোনের ব্যাটারি যেন দিনভর সচল থাকে, সেজন্য নিয়মিত চার্জ দেওয়া প্রয়োজন। কিন্তু অনেকেই জানেন না, ফোন চার্জে কতক্ষণ রাখা উচিত কিংবা বেশি সময় চার্জ দিলে ক্ষতি হয় কি না। এই প্রতিবেদন থেকে সে বিষয়ে পরিষ্কার ধারণা পাবেন।

কতক্ষণ ফোন চার্জে রাখা উচিত?

স্মার্টফোনের ব্যাটারি সাধারণত লিথিয়াম-আয়ন (লিথিয়াম আয়ন) বা লিথিয়াম-পলিমার ( লিথিয়াম পো) হয়। এগুলো ০ থেকে ১০০% পর্যন্ত চার্জ নিতে প্রায় ১.৫ থেকে ২.৫ ঘণ্টা সময় নেয়, ফোন ও চার্জারের গুণগত মান অনুযায়ী।

তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেন, ফোন কখনোই ০% হয়ে বন্ধ না হওয়া এবং ১০০% হয়ে অতিরিক্ত সময় চার্জে না রাখা উত্তম।

সর্বোত্তম চার্জিং রেঞ্জ: ২০% থেকে ৮০% এর মধ্যে।

এই পরিসরে চার্জ দিলে ব্যাটারির আয়ু অনেক দিন স্থায়ী হয়।

বেশি সময় চার্জে রাখলে কী ক্ষতি হতে পারে?

১. তাপমাত্রা বেড়ে যেতে পারে:

চার্জ পুরোপুরি হয়ে যাওয়ার পরও যদি ফোন দীর্ঘসময় চার্জারে থাকে, তবে অতিরিক্ত তাপ তৈরি হয়। এর ফলে ব্যাটারি ও অন্যান্য হার্ডওয়্যারের ক্ষতি হতে পারে।

২. ব্যাটারির আয়ু কমে যেতে পারে:

লিথিয়াম ব্যাটারির নির্দিষ্ট চার্জ সাইকেল থাকে। ১০০% চার্জ রেখে বা সারারাত চার্জে রাখলে এই সাইকেল দ্রুত শেষ হয়ে যায়।

৩. চার্জ ধরে রাখার ক্ষমতা কমে যেতে পারে:

বারবার অতিরিক্ত চার্জ পেলে ব্যাটারির ধারণক্ষমতা কমে যায়। ফলে নতুন ফোন হলেও দ্রুত চার্জ শেষ হতে শুরু করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow