বন্ধ হল ‘তুফান’
গত ৫ই জুলাই ভারতে মুক্তি পায় ‘তুফান’। সেখানে প্রেক্ষাগৃহে ঝড় তুলতে পারেনি ছবিটি। ফলে দর্শকশূণ্যতায় এখন ছবিটির পর্দা নামিয়ে ফেলেছেন কলকাতার হল মালিকেরা।

শুরু থেকেই ঢাকার হলগুলোর তুলনায় কলকাতায় পুরো উল্টো চিত্র দেখা যায় বলে একটা সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে। সারা পশ্চিম বাংলায় শুধুমাত্র একটি প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। ‘তুফান’ ছবি এক সপ্তাহের বেশি হলে চালানো সম্ভব না জানিয়ে কলকাতার হল মালিকরা বলছেন, বাংলাদেশে শাকিব খান জনপ্রিয়তার শিখরে থাকলেও কলকাতায় তার ভক্তের সংখ্যা নগণ্য। যেখানে প্রসেনজিৎ, দেব, জিতের ছবিই দর্শক ধরতে পারে না, সেখানে শাকিব অনেক দূরের কথা।
এসভিএফ প্রযোজনা সংস্থা ভারতের ৪৫টিরও বেশি সিনেমা হলে মুক্তি দেয় সিনেমাটি। এই মুহূর্তে শুধু দক্ষিণ ২৪ পরগনার একটি হলে চলছে ছবিটি; বাকি প্রেক্ষাগৃহগুলোতে নামিয়ে ফেলা হয়েছে।
What's Your Reaction?






