ব্যক্তিগত তথ্য ফাঁস: প্রতিমন্ত্রী বলবেন কি দায়টা কার?
মার্কিন ওয়েব পোর্টাল টেকক্রাঞ্চে ৭ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন নিয়ে নানা আলোচনা এখন। প্রতিবেদনের মোদ্দাকথা, বাংলাদেশের কোটি কোটি মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস। এই তথ্য ফাঁস হয়েছে সরকারি ওয়েবসাইট থেকে। অনেকটা বেড়ার খেত খাওয়ার মতো।
গত রোববার দিন যত গড়িয়েছে, তথ্য ফাঁসের দায় নিয়ে নানা কথা উঠে এসেছে। প্রথম আলো ডটকমের একাধিক সংবাদ ও সাক্ষাৎকারে উঠে আসা নীতিনির্ধারণী স্তরের ব্যক্তি, বিশেষজ্ঞদের কথায় যা বোঝা গেল, তাতে ডিজিটাল যুগের একজন হয়ে কিংবা স্বাধীন রাষ্ট্রের একজন নাগরিক হয়ে নিজেকে খুবই অসহায় মনে হচ্ছে।
যে দেশে সাধারণ মানুষের জীবন পথ চলতে শেষ হয়ে যায়, সেই দেশে ব্যক্তিগত তথ্যের মূল্য কোনো ব্যাপারের মধ্যেই তো পড়ে না। তথ্যকে আমরা কি সত্যিই মূল্যবান মনে করি? বা আমাদের সরকার মনে করে?
What's Your Reaction?