মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ভারতের কেন্দ্রীয় ব্যাংক

ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) বলেছে, মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াই শেষ হয়নি। মূল্যস্ফীতিকে লক্ষ্যমাত্রার মধ্যে নিয়ে আসতে আরবিআইকে এই পথপরিক্রমার শেষ পর্যায়ে আগের নীতিতেই থাকতে হবে। খবর ইকোনমিক টাইমসের।
আরবিআই স্টেট অব দ্য ইকোনমি বা অর্থনীতির পরিস্থিতি-সংক্রান্ত এক প্রতিবেদনে বলেছে, বর্ষা মৌসুমের শুরুতে সাধারণত মূল্যস্ফীতির হার বাড়ে, সে জন্য মূল্যস্ফীতির বিরুদ্ধে তাদের এ অবস্থান অব্যাহত থাকবে। খাদ্যের ক্রমবর্ধমান দামের পরিপ্রেক্ষিতে জুনে ভারতের খুচরা মূল্যস্ফীতি ৪ দশমিক ৮ শতাংশে উঠেছে। তাই আরবিআই যে নীতি সুদহার কমাবে, অনেকের এমন প্রত্যাশা পূরণ হচ্ছে না।
What's Your Reaction?






