বিতর্কে কে ভালো করবেন- কমলা না ট্রাম্প

Sep 9, 2024 - 14:03
 0  60
বিতর্কে   কে ভালো করবেন- কমলা না ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সময় আগামীকাল মঙ্গলবার প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কে মুখোমুখি হচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিতর্কের মঞ্চে কমলা কি আদৌ তাঁর প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে ঘায়েল করতে পারবেন, নাকি প্রতিদ্বন্দ্বীর আক্রমণাত্মক বক্তব্যে নিজেই ধরাশায়ী হবেন—এ নিয়ে আলোচনা চলছে।

যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পালন করা হয়ে থাকে শ্রমিক দিবস। এই ছুটির আমেজ শেষ না হওয়া পর্যন্ত দেশটির বেশির ভাগ ভোটারই প্রেসিডেন্ট নির্বাচনের দিকে মনোনিবেশ করেন না—এটাই সেখানকার রাজনৈতিক প্রথা। তবে এবার দৃশ্যপট পাল্টেছে। ভোটারদের অনেকে রাজনৈতিক কর্মকাণ্ডে নজর রাখতে শুরু করেছেন।

নাটকীয়ভাবে প্রেসিডেন্ট জো বাইডেনকে সরিয়ে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার আগ পর্যন্ত চার বছর ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা কমলাকে নিয়ে খুব বেশি আলোচনা ছিল না। সাধারণত দলীয় প্রাইমারিতে (দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার লড়াই) মার্কিন জনগণের সঙ্গে পরিচয় হয়ে থাকে প্রেসিডেন্ট প্রার্থীদের। নিজ রাজ্যে জনপ্রিয় কিন্তু জাতীয় পর্যায়ে লড়াইয়ে প্রস্তুত নন, এমন প্রার্থীদের এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ছেঁটে ফেলা হয়। এর মাধ্যমে একজন প্রেসিডেন্ট প্রার্থী প্রচারণা ও বিতর্কের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা পেয়ে থাকেন।

বিতর্কের মঞ্চে ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্য ও দম্ভোক্তির বিষয়টি অপরিচিত নয়। তবে ট্রাম্পের সমর্থক জিমি ট্যাগার্ট মনে করেন, কমলা হ্যারিসকে মোকাবিলা করার ক্ষেত্রে ট্রাম্পকে ভিন্ন কৌশল অবলম্বন করতে হবে।

ট্যাগার্ট বলেছেন, ‘তাঁকে (ট্রাম্প) চুপ থাকতে হবে। তিনি (কমলা) নিজেই ধরা খাবেন। কারণ, তিনি (কমলা) কিছুই করতে পারবেন না। ভাইস প্রেসিডেন্ট হিসেবে গত সাড়ে তিন বছরে তিনি কিছুই করেননি।’

নিষ্ক্রিয় থাকা ট্রাম্পের ধরন নয়। ২০১৬ সালের নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের বিপক্ষে বিতর্কে তিনি তাঁর অবস্থান শক্ত রাখতে পেরেছিলেন।

তবে নিউ হ্যাম্পশায়ারের সমাবেশে হাজির হওয়া সাবেক কৌঁসুলি কেট থম্পসন মনে করেন, কমলা হ্যারিসকে ভয় দেখানোর চেষ্টা করে ট্রাম্প সফল হবেন না। তিনি বলেন, ‘আমি মনে করি, মূল্যবোধ ও অবস্থানকে প্রকাশ করার মতো প্রস্তুতি নিয়েই হাজির হবেন কমলা। আমি মনে করি না, তিনি (কমলা) তাঁকে (ট্রাম্প) কোণঠাসা করার সুযোগ দেবেন।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow