আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)

রোববার (১১ আগস্ট) থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু হবে।

Aug 7, 2024 - 16:31
 0  30
আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)

সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার (৭ আগস্ট)। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ৭ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেওয়া হবে। 

আইডি কার্ড ছাড়া হলে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়মিত প্রোগ্রামের বৈধ শিক্ষার্থীগণ স্ব-স্ব পরিচয়পত্র প্রদর্শন করে হলে প্রবেশ করতে পারবে। প্রাক্তন শিক্ষার্থী ও বহিরাগতরা কোনভাবেই হলে থাকতে পারবে না। এ বিষয়ে হল প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আগামী রবিবার (১১ আগস্ট) থেকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার শিক্ষা কার্যক্রম (উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রাম ব্যতীত) যথারীতি চালু করা হবে। শিক্ষা কার্যক্রম যথারীতি চালু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow