ওয়ালটনের মুনাফা কমেছে

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ-পিএলসির (পাবলিক লিমিটেড কোম্পানি)।

Jan 27, 2024 - 13:59
 0  39
ওয়ালটনের মুনাফা কমেছে

বুধবার (১৯জানুয়ারি) কোম্পানির বোর্ড সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য প্রকাশ করেছে পরিচালনা পর্ষদ। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ওয়ালটনের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম।

কোম্পানিটির অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন মতে, ২০২১ সালের অক্টোবর-ডিসেম্বর এই তিন মাসে ওয়ালটনের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫ টাকা ৪৫ পয়সা। যা এর আগের বছরের একই সময়ে ছিল ৮ টাকা ৫ পয়সা। অর্থাৎ ২ টাকা ৬০ পয়সা ইপিএস কমেছে।

২০২১ সালের জুলাই থেকে ডিসেম্বর অর্থাৎ ছয় মাসে ওয়ালটনের শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িছে ১৪ টাকা ৭৩ পয়সা। এর আগের বছর অর্থাৎ ২০২০ সালের একই সময়ে ইপিএস ছিল ২১ টাকা ৪৮ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় গত ছয় মাসে ৬ টাকা ৭৫ পয়সা।

২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি ২০২০-২১ অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তবে উদ্যোক্তা-পরিচালকদের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow