কে হবে ইউরো চ্যাম্পিয়ন ২০২৪?
ইউরোপ সেরার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে স্পেন ও ইংল্যান্ড। চতুর্থ শিরোপা জিতে রেকর্ড সমৃদ্ধ করবে স্প্যানিশরা নাকি প্রথম চ্যাম্পিয়নশিপের ইতিহাস গড়বে ইংল্যান্ড? জার্মানির বার্লিনে অলিম্পিয়াস্টাডন স্টেডিয়ামে রাত ১টায় শুরু হবে জমজমাট শিরোপার লড়াই।
রবিবার রাতে ইউরো কাপের মেগা মহারন। খেতাব জয়ের ম্যাচে মুখোমুখি হচ্ছে স্পেন ও ইংল্যান্ড। ২০২১ সালের পর এবার ২০২৪, পর পর দুইবার ইউরো কাপের ফাইনাললে ইংল্যান্ড। অন্যদিকে ২০১২ সালের পর আবার মহাদেশের সেরা হওয়ার হাতছানি স্প্যানিশদের সামনে। কোন দল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নেবে তা নিয়ে চলছে চরম উন্মাদনা।
এবারের আসরে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে লা ফুয়েন্তের স্পেন। অজেয় ৬ ম্যাচে। একযুগ পর উঠেছে ইউরোর ফাইনালে। এর আগে চারবার ফাইনাল খেলে তিনবার শিরোপা জিতেছে স্প্যানিশরা। হাতছোঁয়া দূরত্বে চতুর্থ ট্রফিটা। দারুণ ফর্মে আছেন দানি ওলমো, ফাবিয়ান রুইজ, লামিন ইয়ামাল নাসরাকি এবানা, নিকোলাস উইলিয়ামসরা। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত ম্যাচগুলোতে গোল করা ও গোল সহায়তায় বড় অবদান রেখেছেন তারা।
ছয় ম্যাচে ১৩ গোল লা রোজাদের। বিগ ম্যাচে নজরে থাকবেন ১৭ বছরের সর্বকনিষ্ঠ বিস্ময় বালক লামিনে ইয়ামাল। অন্যদিকে, ১৯৬৬ সালের ফিফা বিশ্বকাপের পর আর কোনো বড় শিরোপা জেতা হয়নি ইংল্যান্ডের। গত ইউরো কাপের ফাইনালে উঠেও হতাশ হতে হয়েছিলো গ্যারেথ সাউথগেটের দলকে। ইংল্যান্ডের সবচেয়ে বড় তারকা হ্যারি কেইন। ছয় ম্যাচে কারও অ্যাসিস্ট ছাড়াই তিন গোল করেছেন ইংলিশ ক্যাপ্টেন। দলের নির্ভরযোগ্য খেলোয়াড়দের মধ্যে ছন্দে আছেন জুড বেলিংহাম, বুকায়ো সাকা, ইভান টোনিরা। গোল করেছেন, গোল করিয়েছেন সতীর্থকে দিয়ে। ছয় ম্যাচে ৭ গোল থ্রী-লায়ন্সদের। পরিসংখ্যানে দু'দলের ২৭ ম্যাচের ১৪টিতে জয় ইংল্যান্ডের। ১০টিতে স্পেন। বাকিগুলো হয় ড্র।
কিন্তু যে দলই জিতুক, তারা কিন্তু ট্রফি নয়, একইসঙ্গে বিপুল অঙ্কের আর্থিক পুরস্কারও পাবে। ফুটবল বিশ্বে ফিফা বিশ্বকাপের পর সবথেকে হাইভোল্টেজ ইভেন্ট হল ইউরো কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এই টুর্নামেন্ট থাকে ১ নম্বরে।
What's Your Reaction?












