নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে পারে আজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের দলের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকের পর নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে বুধবারই অন্তবর্তীকালীন সরকার গঠন হতে পারে বলে জানা গেছে।
নাহিদ জানান, অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী করণীয় ড. ইউনূসই ঠিক করবেন। ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের থাকা সদস্যদের চূড়ান্ত নাম প্রকাশ করা হবে। রাষ্ট্রপতির কাছে ১০ থেকে ১৫ সদস্যের নামের তালিকা জমা দেওয়া হয়েছে।
ছাত্রদের দেয়া অর্ন্তবর্তীকালীন সরকারের রুপরেখা।
১. ড. মুহাম্মদ ইউনুস, প্রধান উপদেষ্টা
২. ড. বদিউল আলম মজুমদার
৩. মতিউর রহমান চৌধুরী (মানবজমিন)
৪. ড. আসিফ নজরুল
৫. ড. সলিমুলিলাহ খান
৬. ব্রি. জেনারেল ড. সাখাওয়াত হোসেন
৭. মেজর জেনারেল মুনিরুজজামান
৮. আলোকচিত্র শিল্পী শহিদুল আলম
৯. সৈয়দা রেজওয়ানা হাসান
১০. ডা: পিনাকী ভট্টাচার্য
১১. ড. দেবপ্রিয় ভট্টাচার্য
১২. প্রজেশ চাকমা*
মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে বৈঠক করেন তিন বাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু’জন শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক। পরে রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয়। রাষ্ট্রপতি তাদের প্রস্তাবের সাথে একমত পোষণ করেন।
রাষ্ট্রপতি বলেন, ‘দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এ সংকট উত্তরণে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি।’ এ সময় উপদেষ্টামণ্ডলীর অন্য সদস্য মনোনয়নের ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করার পরামর্শ দেন। এছাড়া তিনি সরকারে একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ারও পরামর্শ দেন।
What's Your Reaction?












