বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
বন্যাদুর্গত কুমিল্লা, ফেনী, নোয়াখালী. লক্ষ্মীপুর, খাগড়াছড়ি ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকার পানিবন্দি মানুষের তথ্য সংগ্রহ করে বুধবার তাদের মাঝে ত্রাণ পৌঁছে দিচ্ছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।
বন্যাদুর্গত কুমিল্লা, ফেনী, নোয়াখালী. লক্ষ্মীপুর, খাগড়াছড়ি ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকার পানিবন্দি মানুষের তথ্য সংগ্রহ করে বুধবার তাদের মাঝে ত্রাণ পৌঁছে দিচ্ছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এছাড়া এ কাজে যুক্ত হয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি, রোভার স্কাউটসহ অনেক স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। যুগান্তর প্রতিনিধির পাঠানো খবর : কুমিল্লায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে বন্যায় দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার জেলার বুড়িচং, ব্রাহ্মণপাড়া, নাঙ্গলকোট এবং মনোহরগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এসব ত্রাণ পৌঁছে দেওয়া হয়। চাঁদপুরে বন্যাদুর্গত এলাকায় পানিবন্দি মানুষের তথ্য সংগ্রহ করে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীরা। রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের তত্ত্বাবধানে এবং যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের সার্বিক সহযোগিতায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। গঙ্গাচড়ায় বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে উপজেলার বীর মুক্তিযোদ্ধারা অর্থ প্রদান করেছেন। গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক লাখ টাকা জমা দেওয়া হয়। ফটিকছড়িতে বন্যাদুর্গতের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ বিএনপি উপজেলা শাখা। উপজেলার নাজিরহাট, সুয়াবিল, হারুয়ালছড়ি, ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা ও বাগানবাজারের বিভিন্ন এলাকায় বন্যা কবলিত মানুষদের মাঝে এসব ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার। পিরোজপুরে বানভাসিদের সহায়তায় এবার এগিয়ে এসে একাত্মতা প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। জেলার বিভিন্ন স্পটে অর্থ ও বস্ত্র সংগ্রহে অন্তত শতাধিক কর্মীকে নিয়োজিত করেন জেলা সমন্বয়করা। আখাউড়ায় সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছেন বিএনপি নেতা বিল্লাল আহমেদ খন্দকার। শেরপুরে জেলা প্রশাসকের মাধ্যমে রোভার স্কাউটের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। জেলা রোভার স্কাউটের সভাপতি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মনিরুল হাসানের কাছে চেক হস্তান্তর করা হয়। তিতাসে নারান্দিয়া পশ্চিম ও পূর্ব পাড় এলাকায় প্রায় দেড় শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন সেনাবাহিনী স্থনীয় প্রশাসন এবং ইউপি সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করেন। ইসলামী বিশ্ববিদ্যালয় নোয়াখালী ও লক্ষ্মীপুরের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ সামগ্রী নিয়ে যাত্রা করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে তিনটায় ক্যাম্পাসের বাসযোগে যাত্রা শুরু করে তারা। এ সময় তারা প্রায় ৭ লাখ ৬০ হাজার টাকা সমমূল্যের সামগ্রী নিয়ে বের হয়।
What's Your Reaction?










