বিপিএলে শাকিব খানের কোম্পানি রিমার্ক-হারল্যান
আওয়ামী লীগ সরকারের পতনের পরে বিপিএলে আসতে পারে ব্যাপক পরিবর্তন, সেটিই অনুমিত। তবে ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের একাদশ আসর মাঠে গড়ানো নিয়েও রয়েছে সংশয়। তার মধ্যেই একটি দলের মালিকানার সঙ্গে যুক্ত হয়েছে চিত্রনায়ক শাকিব খানের কোম্পানি রিমার্ক-হারল্যান।
প্রসাধনী ব্যবসার সঙ্গে যুক্ত এই প্রতিষ্ঠানটির সঙ্গে কেবল শাকিব একাই নন, আরও অনেকে যুক্ত আছেন। বিসিবি থেকে একটি সূত্র জানিয়েছে, ঢাকার মালিকানা কিনেছে রিমার্ক-হারল্যান কোম্পানি। তাতে আগামী আসরে এই দলের নামেও আসতে পারে পরিবর্তন।
এ দিকে শেখ হাসিনার পতনের পরে আগামী বিপিএলের আয়োজনও পড়েছে শঙ্কার মুখে। দীর্ঘদিন ধরে এই টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন শেখ সোহেল ও সদস্য সচিব হিসেবে মুহাম্মদ ইসমাইল হায়দার মল্লিক। সরকার পতনের পরে অনেকের মতো এই দুই বিসিবি পরিচালকের খোঁজও পাওয়া যাচ্ছে না। তারা সহসাই সামনে আসবেন বলেও মনে হচ্ছে না। আগামী মাসে প্লেয়ার্স ড্রাফট হওয়ার কথা রয়েছে। কয়েক মাসের মধ্যে সেসব প্রক্রিয়া শেষ করে আগামী বছরের প্রথম দিন থেকেই নতুন আসর মাঠে গড়ানোর বার্তা ছিল। তবে এখন সেই কাজ সামনে এগিয়ে নেওয়া চ্যালেঞ্জের মুখে পড়েছে। যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করতে রাজি হয়েছেন এবং সব কাজ স্বাভাবিক করার জন্য বোর্ডে সংস্কারের পক্ষে মত দিয়েছেন। তবে সেটিও সময়সাপেক্ষ ব্যাপার এবং প্রতিটি কমিটি করে নতুনভাবে কাজ শুরু করাটাও প্রশ্নাতীত নয়।
একাদশ আসরেও নাম পরিবর্তন হবে, এমনটিই মনে করা হচ্ছে। প্রতিবার এভাবে মালিকানা পরিবর্তন নিয়ে অনেকেই কথা বলেছেন। ফ্র্যাঞ্চাইজি মালিকরা বিভিন্ন সময়েও ক্ষোভ প্রকাশ করেছেন। কিন্তু গভর্নিং কাউন্সিলের দায়িত্বে থাকা শেখ সোহেল ও মুহাম্মদ ইসমাইল হায়দার মল্লিক সে বিষয়ে কর্ণপাত করেননি।
What's Your Reaction?












