অলিম্পিকে বিটিএস তারকা

বিটিএস তারকা জিন প্যারিস অলিম্পিকে মশাল বহন করবেন । আজ রোববার রাত সাড়ে আটটার দিকে ফ্রান্সের ল্যুভর জাদুঘরের সামনে জিন মশাল বহন করবেন বলে জানিয়েছে কোরীয় বার্তাসংস্থা ইয়োনহ্যাপ।

Jul 14, 2024 - 17:25
Jul 15, 2024 - 17:20
 0  116
অলিম্পিকে বিটিএস তারকা

২৬ জুলাই প্যারিসে এবারের অলিম্পিকের পর্দা উঠছে। এর আগে অলিম্পিকের রীতি মেনে মশাল বহনের আয়োজন রয়েছে। এতে অংশ নিতে গত বৃহস্পতিবার প্যারিসে পৌঁছেছেন এই কেপপ তারকা। 

তবে বিটিএসের তরফ থেকে এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
৩১ বছর বয়সী জিন বিটিএসের প্রথম সদস্য হিসেবে গত মাসে সামরিক প্রশিক্ষণ শেষ করে বাড়ি ফিরেছেন। এই বছরের শেষভাগে জিনের গানে নিয়মিত হওয়ার কথা রয়েছে।

বিটিএসের বাকি সদস্যদের মধ্যে আরএম, সুগা, জে-হোপ, জিমিন ভি ও জাংকুক এখনো প্রশিক্ষণ নিচ্ছেন। তাঁরা প্রশিক্ষণ শেষ হওয়ার পর আগামী বছর গানে ফিরতে পারে ব্যান্ডটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow