অলিম্পিকে বিটিএস তারকা
বিটিএস তারকা জিন প্যারিস অলিম্পিকে মশাল বহন করবেন । আজ রোববার রাত সাড়ে আটটার দিকে ফ্রান্সের ল্যুভর জাদুঘরের সামনে জিন মশাল বহন করবেন বলে জানিয়েছে কোরীয় বার্তাসংস্থা ইয়োনহ্যাপ।

২৬ জুলাই প্যারিসে এবারের অলিম্পিকের পর্দা উঠছে। এর আগে অলিম্পিকের রীতি মেনে মশাল বহনের আয়োজন রয়েছে। এতে অংশ নিতে গত বৃহস্পতিবার প্যারিসে পৌঁছেছেন এই কেপপ তারকা।
তবে বিটিএসের তরফ থেকে এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
৩১ বছর বয়সী জিন বিটিএসের প্রথম সদস্য হিসেবে গত মাসে সামরিক প্রশিক্ষণ শেষ করে বাড়ি ফিরেছেন। এই বছরের শেষভাগে জিনের গানে নিয়মিত হওয়ার কথা রয়েছে।
What's Your Reaction?






