১২ বছর পর ওয়াংখেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স

আই পি এল

May 4, 2024 - 13:51
 0  13
১২ বছর পর ওয়াংখেড়ে  মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স

১২ বছর পর অবশেষে শাপমুক্তি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে গিয়ে বহুদিন পর মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল কলকাতা নাইট রাইডার্স। এত বছর ধরে সেখানে গেলেও দীর্ঘ এক যুগ ধরে জয় অধরা ছিল কলকাতার। বাকি সব শহরেই কম বেশি জেতে কলকাতা, এমন কি চেন্নাইতে গিয়েও জিতেছে। কিন্তু মুম্বইয়ের দূর্গ অটুট ছিল। কিন্তু শুক্রবার সন্ধ্যায় হারা ম্যাচই কার্যত জিতে এল কেকেআর। সঙ্গে প্লে অফের রাস্তাও কিছুটা মসৃণ করে ফেলল গৌতম গম্ভীরের দল। ম্যাচের শুরুর দিকটা অবশ্য একদমই ভালো ছিল না নাইটদের। পরপর উইকেট হারিয়ে এক সময় বিপর্যস্ত দেখাচ্ছিল নাইট রাইডার্স ক্রিকেটারদের। সল্ট গেল, অংকৃষ গেল, অধিনায়ক শ্রেয়সও দায়িত্ব নিয়ে ইনিংস খেলল না। সুনীল নারিন আউট হলেন। এভাবে কি আর ম্যাচ জেতা যায়। রিঙ্কুর উইকেট হারিয়ে এক সময় কলকাতা ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে বসে। এখান থেকেই খেলা ঘুরল, সৌজন্যে গম্ভীরের মাস্টার স্ট্রোক। এই মরশুমে সুযোগ না পাওয়া মণিশ পাণ্ডেকে পাঠালেন ব্যাট করতে। বেঙ্কটেশ আইয়ারের সঙ্গে জুটি বাঁধলেন। হঠাৎই পুরোনো ফর্ম ফিরে পেলেন বেঙ্কিও। আর তাতেই কলকাতা লড়াইয়ের জমি পেল। 

মুম্বইয়ের বিরুদ্ধে ২৪ রানে জয় পেল কেকেআর।ঘরের মাঠে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। টপ অর্ডার পুরো ব্যর্থ হয় এই ম্যাচ। মণীশ পান্ডেকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামায় কেকেআর।এরপর নাইট ব্যাটিংয়ের হাল ধরেন মণীষ পাণ্ডে ও ভেঙ্কটেশ আইয়ার।৮৩ রানের পার্টনারশিপ হল এই জুটিতে। ৩১ বেল ৪২ রান করে আউট হলেন পাণ্ডে।শেষ পর্যন্ত নাইটদের মানরক্ষা করলেন ভেঙ্কটেশ। ৫২ বলে ৭০ রান করে দলের রানকে ভদ্রস্থ জায়গায় নিয়ে গেলেন।।কেকেআর ১৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৬৯ রান তুলল। মু্ম্বইয়ের হয়ে বুমরাহ ও তুষারা ৩টি করে উইকেট নিলেন, পাণ্ডিয়ার সংগ্রহ ২ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ৭১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বই। যদিও সূর্যকুমার যাদব ক্রিজে টিকে ছিলে‌ন। কঠিন সময়ে সূর্যের সঙ্গে মুম্বই দলের হাল ধরেন টিম ডেভিড।৩৫ বলে ৫৬ রান করে রাসেলের বলে আউট হলেন সূর্য। তাঁর ইনিংস সাজানো ছিল ৬টি চার এবং দুটি ছক্কা দিয়ে। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ১৪৫ রানেই গুটিয়ে গেল মুন্বই। ২৪ রানে জয় পেল কেকেআর।১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফের আরও কাছে নাইটরা। অন্যদিকে ১১ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে প্লে অফ থেকে অনেক দূরে সরে গেল মুম্বই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow