চলতি মৌসুমের হজ ফ্লাইট শুরু ৯ মে

আগামী ৯ মে হজ ফ্লাইট শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান। তিনি জানান, চূড়ান্ত শিডিউল এখনো ঘোষণা করা হয়নি। তবে দ্রুতেই শিডিউল ঘোষণা করে তা জানানো হবে হজযাত্রীদের।

Apr 28, 2024 - 13:45
Apr 29, 2024 - 13:03
 0  5
চলতি মৌসুমের হজ ফ্লাইট শুরু ৯ মে

আগামী ৯ মে হজ ফ্লাইট শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান। তিনি জানান, চূড়ান্ত শিডিউল এখনো ঘোষণা করা হয়নি। তবে দ্রুতেই শিডিউল ঘোষণা করে তা জানানো হবে হজযাত্রীদের।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ পালিত হতে পারে। প্রতিবছর একমাস আগে থেকেই হজ ফ্লাইট শুরু হয় । তার আগে হজযাত্রীদের ভিসা, ফ্লাইট শিডিউল সংক্রান্ত সব কাজ সম্পন্ন করে নেয় ধর্ম মন্ত্রণালয় ও এয়ারলাইন্সগুলো।

ধর্ম মন্ত্রণালয় বলছে, গত বছর এক লাখ ১৯ হাজার ৬৯৫ জন হজযাত্রী বহন করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স (সৌদিয়া) ও সৌদির বেসরকারি এয়ারলাইন্স ফ্লাইনাস মোট ৩৩৫টি হজ ফ্লাইট ঘোষণা করেছিল। চুক্তি অনুযায়ী, মোট হজযাত্রীর অর্ধেক বহন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাকি অর্ধেক বহন করে সৌদিয়া ও ফ্লাইনাস এয়ার। এবারও এই তিন এয়ারলাইনস হজযাত্রীদের বহন করবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পালিত হতে পারে পবিত্র হজ। প্রতিবছর একমাস আগে থেকে শুরু হয় হজ ফ্লাইট। তার আগে হজযাত্রীদের ভিসা, ফ্লাইট শিডিউল সংক্রান্ত কাজ সম্পন্ন করে ধর্ম মন্ত্রণালয় ও এয়ারলাইন্সগুলো। এবার এখনো শুরু হয়নি ভিসা কার্যক্রম। চূড়ান্ত হজযাত্রীদের তালিকা না পাওয়ায় ঘোষণা করা হয়নি ফ্লাইট শিডিউলও।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow