পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে সিরিজকে সামনে রেখে সাকিবকে নিয়ে দল ঘোষণা

চলতি মাসে পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে গতকাল ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সব শঙ্কা উড়িয়ে স্কোয়াডে রাখা হয়েছে দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

Aug 12, 2024 - 11:23
Aug 12, 2024 - 11:24
 0  196
পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে সিরিজকে সামনে রেখে সাকিবকে নিয়ে দল ঘোষণা

বতর্মানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সাকিব। পাকিস্তানে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন এই অলরাউন্ডার। সিরিজ খেলতে আজ পাকিস্তানের জন্য উড়াল দেবে বাংলাদেশ দল। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ আগস্ট। এছাড়াও দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট। এই সফরে টাইগারদের নেতৃত্ব দেবেন দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দল নিয়ে আত্মবিশ্বাসী লিপু। তিনি বলেন, ‘এটা ভালো যে, আমরা লাহোরে প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় পাব। এছাড়াও বাংলাদেশ 'এ' দলের থাকা কয়েক জন খেলোয়াড় টেস্ট সিরিজের জন্য জাতীয় দলে যোগ দেবেন। পাকিস্তানে থাকার কারণে তাদের অভিজ্ঞতা কাজে আসবে।’ দল নিয়ে আত্মবিশ্বাসী  প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, ‘এটা ভালো যে, আমরা লাহোরে প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় পাব। এছাড়াও বাংলাদেশ 'এ' দলের থাকা কয়েক জন খেলোয়াড় টেস্ট সিরিজের জন্য জাতীয় দলে যোগ দেবেন। পাকিস্তানে থাকার কারণে তাদের অভিজ্ঞতা কাজে আসবে।’

অন্যদিকে বছরের শুরুর দিকে টাইগার পেসার তাসকিন আহমেদ জানিয়েছেন, টেস্ট খেলবেন না তিনি। তবে পাকিস্তান সফরে স্কোয়াডে যুক্ত করা হয়েছে দলের গুরুত্বপূর্ণ এই পেসারকে। পাকিস্তান সফর নিয়ে লিপু বলেন, ‘পাকিস্তান খুব কঠিন প্রতিপক্ষ। বিশেষ করে তাদের ঘরের মাটিতে তারা দুর্দান্ত। এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জিং সফর হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow