ঘরের মাঠে বড় ধাক্কা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের, ২১ বছর পর ইউনাইটেডের মাঠে ফুলহ্যামের জয়

ফুলহ্যাম

Feb 25, 2024 - 01:15
 0  3
ঘরের মাঠে বড় ধাক্কা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের, ২১ বছর পর ইউনাইটেডের মাঠে ফুলহ্যামের জয়

প্রিমিয়র লিগে বড়ো ধাক্কা খেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। হোম ম্যাচে হারের মুখ দেখতে হল তাদের। শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই করেও ম্যাচ পকেটে তুলতে পারল না এরিক টেন হাগের ছেলেরা। একেবারে তীরে এসে তরী ডোবার মতো ব্যাপার। ফুলহ্যামের বিরুদ্ধে তারা শেষ করল ২-১ গোলে হেরে। এদিন কড়া টক্কর দেওয়া সত্ত্বেও ম্যাচে ফিরতে পারল না তারা। কোনও ভাবেই ভাঙতে পারেনি মার্কো সিলভার ছেলেদের রক্ষণভাগ। এই হারের ফলে বড় ধাক্কা খেল ম্যান ইউ। পাশাপাশি, জয় পেয়ে পয়েন্ট টেবিলে বদল ঘটাতে সফল হলো ফুলহ্যাম। এই মুহূর্তে শীর্ষস্থানে রয়েছে লিভারপুল এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি ও আর্সেনাল।

২১ বছর পর তাদের মাটি থেকে জয় নিয়ে ফিরেছে ফুলহ্যাম। ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে তারা। ১৯৬৩ সালের পর ইউনাইটেডের মাটিতে এটি ফুলহ্যামের দ্বিতীয় জয়। ওল্ড ট্র‍্যাফোর্ডে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে জমে ওঠে খেলা।  ৬৫ মিনিটে ক্যালভিন ব্যাসির গোলে এগিয়ে যায় ফুলহ্যাম। কিন্তু ৮৯ মিনিটে ইউনাইটেডকে সমতায় ফেরান হ্যারি ম্যাগুয়ের। নাটকের এখানেই শেষ নয়। যোগ করা সময়ের সপ্তম মিনিটে রেড ডেভিলদের বিমূঢ় করেন অ্যালেক্স আইয়োবি।

২৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে ১২তে আছে ফুলহ্যাম। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ছয়ে ইউনাইটেড।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow