বিসিবি নারী দলের প্রধান হিসেবে বড় দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

নারী দল

Feb 22, 2024 - 00:28
 0  3
বিসিবি নারী দলের প্রধান হিসেবে বড় দায়িত্ব  পেলেন হাবিবুল বাশার
বিসিবি নারী দলের প্রধান হিসেবে বড় দায়িত্ব  পেলেন হাবিবুল বাশার

            বাংলাদেশ নারী ক্রিকেট উইংয়ের প্রধান হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে এই দায়িত্ব প্রদান করে।

           বিষয়টি হাবিবুল বাশার নিজেই নিশ্চিত করে বলেছেন, ‘আজই আমাকে এই দায়িত্ব দেওয়া হলো। আমি নারী উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছি। এখন থেকে আমাকে পুরো নারী ক্রিকেট দলটাই দেখতে হবে।’

         এর ফলে চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেলের পরে নারী উইংয়ের সকল দায়িত্ব তার ওপরেই অর্পিত হলো। নিজের দায়িত্বের কথা জানাতে গিয়ে হাবিবুল বাশার বললেন, ‘অনেক বড় দায়িত্ব। সত্যি বলতে নারী দলটাকে নিয়ে আমাদের অনেক কাজ করার আছে। আমাদের নারী ক্রিকেট দলটা অবশ্যই ভালো করছে। তবে আমার মনে হয় আমাদের নারী ক্রিকেটারদের সংখ্যা আরও বাড়াতে হবে। ওদের নিয়ে অনেক কাজ করার আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow