বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দল ঘোষণা করল ভারত

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে খেলবে দল। বাংলার আকাশ দীপ সুযোগ পেলেন ১৬ জনের দলে। ফিরলেন ঋষভ পন্থও।
চেন্নাইয়ের চিপকে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর। দুই টেস্ট সিরিজের পরের ম্যাচ ২৭ সেপ্টেম্বর কানপুরে। সিরিজটির জন্য বাংলাদেশ এখনো দল ঘোষণা করেনি।
উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালের ডিসেম্বরে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে। ঢাকা থেকে দেশে ফেরার কয়েক দিন পর সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন এই বাঁহাতি, সংশয় ছিল ক্রিকেটে ফেরা নিয়েও।
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, যশপ্রীত বুমরা, যশ দয়াল।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দলে রাখা হয়েছে আরেক উইকেটকিপার-ব্যাটসম্যান ধ্রুব জুরেলকেও। তবে জায়গা হয়নি শ্রেয়াস আইয়ারের, যিনি দুলীপ ট্রফির প্রথম রাউন্ডে একটি ফিফটিসহ ৬৩ রান করেছেন। এ ছাড়া প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে জায়গা পেয়েছেন যশ দয়াল।
What's Your Reaction?






