নাভিনকে ফিরিয়ে দুই বছর পর আফগানিস্তানের বিশ্বকাপ দল

দুই বছর আগে সর্বশেষ ওয়ানডে খেলা পেসার নাভিন উল হককে ফিরিয়ে বিশ্বকাপ দলে চমক দিয়েছে আফগানিস্তান। আজ ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা হয়নি অভিজ্ঞ গুলবদিন নাইবের। চোট কাটিয়ে ফিরেছেন আজমতউল্লাহ ওমরজাই। আগের মতোই দলকে নেতৃত্ব দেবেন হাশমতউল্লাহ শহীদি।

Sep 13, 2023 - 14:29
 0  14
নাভিনকে ফিরিয়ে দুই বছর পর  আফগানিস্তানের বিশ্বকাপ দল

দুই বছর আগে সর্বশেষ ওয়ানডে খেলা পেসার নাভিন উল হককে ফিরিয়ে বিশ্বকাপ দলে চমক দিয়েছে আফগানিস্তান। আজ ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা হয়নি অভিজ্ঞ গুলবদিন নাইবের। চোট কাটিয়ে ফিরেছেন আজমতউল্লাহ ওমরজাই। আগের মতোই দলকে নেতৃত্ব দেবেন হাশমতউল্লাহ শহীদি।

এবারের এশিয়া কাপের ফরম্যাটটাই এমন যে মাত্র দুই ম্যাচেই শেষ হয়ে যেতে পারে কোন দেশের টুর্নামেন্ট। আবার এক ম্যাচ জিতেও কেউ চলে যেতে পারেন সুপার ফোরে। বাংলাদেশের জন্য পাকিস্তানের লাহোরে আজকের ম্যাচটি তাই নকআউট ম্যাচের মতো।

অন্যদিকে, আফগানিস্তানের জন্য মাত্র টুর্নামেন্ট শুরু। রোববারের ম্যাচের আগে তাই কঠিন এক সমীকরণের সামনে বাংলাদেশ দল।

আজ আফগানিস্তানের সাথে হারলেই তাদের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত। আবার জিতলেও অপেক্ষায় থাকতে হবে শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচের ফলাফলের।

আর এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের বেশ কয়েকটি জায়গা নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট। কী সেগুলো, চলুন দেখে নিই।

বদলি নেমে জোসেলু ৭০ মিনিটে তৃতীয় গোল করেন। এরপর ১০ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন ফেরান তোরেস। তার দুই গোলের মাঝে অ্যালেক্স বায়েনা গোলদাতার খাতায় নাম লেখেন।

চার ম্যাচ শেষে ‘এ’ গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে স্পেন। এক ম্যাচ কম খেলে তারা স্কটল্যান্ডের (১৫) চেয়ে ৬ পয়েন্ট পেছনে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow