অনলাইন ডেস্ক | প্রকাশিত ০৯ অগাস্ট, ২০১৮ ০৩:৪৬:৪৬
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ এ জেলা পর্যায়েও শ্রেষ্ঠ কলেজসহ ১১টি পুরস্কার পেয়েছে নারায়ণগঞ্জ কলেজ। মনীষা বনিক ঘ বিভাগে রবীন্দ্র সঙ্গীত ও লোক সঙ্গীতে, মাহফুজুর রহমান সিয়াম ঘ বিভাগে নজরুল সঙ্গীত ও লোক নৃত্য, শফিকুল ইসলাম গ বিভাগে রচনা ও বিতর্কে, আদিত্য সাহা ঘ বিভাগে কবিতা আবৃত্তিতে শ্রেষ্ঠ প্রতিযোগী হিসেবে পুরস্কার লাভ করেছে। শ্রেষ্ঠ ক্যাডেট হিসেবে বিএনসিসি’র ফায়েজুল আমিন, শ্রেষ্ঠ রোভার হিসেবে মিতু আক্তার এবং শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ হিসেবে নারায়ণগঞ্জ কলেজ প্লাটুন পুরস্কার পেয়েছে। জেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে নারায়ণগঞ্জ কলেজ।
৩০ জুলাই সোমবার নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। শ্রেষ্ঠ কলেজের পুরস্কার গ্রহণ করেন নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রেজা ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান ফারুক আহাম্মদ।
নারায়ণগঞ্জ কলেজের এ সাফল্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ কলেজ গভর্নিং বডির সভাপতি এ কে এম সেলিম ওসমান বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন।