'এখন আর কেউ অপেক্ষা করেন না', কেন?

রাজের সঙ্গে বিচ্ছেদ। তারপরেই দাদুর মৃত্যু। এসব হতাশা এবং শোক কাটিয়ে ওঠার মধ্যেই ছেলে রাজ্য এবং তাঁর নিজের অসুস্থতা। সব মিলিয়ে বেশ টালমাটাল সময়ের মধ্যে দিয়ে পার হয়েছেন বাংলাদেশের সিনেমার নায়িকা পরীমণি। সেই সব কাটিয়ে আবার কাজের মধ্য ফিরে সেই সব স্মৃতি ভুলে থাকার চেষ্টা করছেন তিনি। তবে কাজে ফেরার পাশাপাশি সন্তানের সঙ্গে এখন সময় কাটালেও পরীমণির আক্ষেপ দূর হচ্ছে না। একই সঙ্গে পরীমণির দুঃখ যে এখন আর কেউ তাঁর জন্য অপেক্ষা করেন না।
কিছুদিন আগেই মারা গিয়েছেন পরীমণির সবথেকে প্রিয়জন তাঁর ‘নানা’। রাজের সঙ্গে বিচ্ছেদের পরে সেই শোক সামলে ওঠার পরে ওটিটিতে কাজ করেছেন তিনি। তবে মা হওয়ার পর এই প্রথম পূর্ণ দৈর্ঘ্যের সিনেমার কাজ শেষ করতে চলেছেন পরীমণি। এখন ‘ডুডোর গল্প’ নামের সিনেমাটির শেষ পর্যায়ের কাজ চলছে।
শ্যুটিংয়ে রাজ্যএখন শ্যুটিং-এ গেলে সন্তানকেও নিয়ে যান পরী। তিনি জানান, তাঁকে ঘরে কারোর কাছে রেখে আসা সম্ভব নয়। তাই শ্যুটিং-এ নিয়ে আসতে হয় তাকে। শ্যুটিংয়ের ইউনিটের ছেলেদের সঙ্গে সে ফুটবল খেলে বলেও জানান তিনি। তবে ‘নানাকে’ ছেড়ে থাকাটাই এখন তাঁর কাছে বড় বেদনার বলেও জানান তিনি।
What's Your Reaction?






