বিগ ব্যাশে দল পেলেন রিশাদ, দলে নিল হোবার্ট

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি আসর বিগ ব্যাশ লিগে গেল মৌসুমে প্রথমবার রিশাদ হোসেনকে দলে নিয়েছিলো হোবার্ট হ্যারিকেনস। তবে বিপিএলের কারণে বিগ ব্যাশে যেতে পারেননি রিশাদ। এবার আবারও ড্রাফট থেকে বাংলাদেশের লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে হোবার্ট।

Jun 19, 2025 - 13:56
 0  174
বিগ ব্যাশে দল পেলেন রিশাদ, দলে নিল হোবার্ট

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি আসর বিগ ব্যাশ লিগে গেল মৌসুমে প্রথমবার রিশাদ হোসেনকে দলে নিয়েছিলো হোবার্ট হ্যারিকেনস। তবে বিপিএলের কারণে বিগ ব্যাশে যেতে পারেননি রিশাদ। এবার আবারও ড্রাফট থেকে বাংলাদেশের লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে হোবার্ট। আজ ড্রাফট থেকে বিদেশি কোটায় রিশাদকে দলে নেয় তারা। দলটি ইংল্যান্ডের লেগ স্পিনিং অলরাউন্ডার রেহান আহমেদকেও দলে ভিড়িয়েছে। তবে রিশাদ এবার কত টাকায় হোবার্টে দল পেলেন সেই তথ্য জানানো হয়নি। বিগ ব্যাশের গত আসরে দল পেলেও রিশাদের খেলতে যাওয়া হয়নি, কারণ বিগ ব্যাশের সময়ে চলছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। নিজ দেশের ফ্রাইঞ্চাইজি আসর ছেড়ে তাকে বিগ ব্যাশে খেলতে দিতে রাজী হয়নি বিসিবি। সমস্যাটা থাকছে এবারও।

বিপিএলের আসন্ন মৌসুমের দিন-তারিখ ঠিক না হলেও তা ডিসেম্বর-জানুয়ারিতেই হওয়ার কথা। একই সময়ে উইন্ডো আছে বিগ ব্যাশের। বিগ ব্যাশে এখনো পর্যন্ত খেলার অভিজ্ঞতা আছে একজন বাংলাদেশির। তিনি সাকিব আল হাসান।  ২০১৪ সালে প্রথম বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে সুযোগ পান সাকিব। অ্যাডিলেড স্ট্রাইকার্স ও পরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে বিগ ব্যাশ খেলেছেন দেশের ইতিহাসের সফলতম তারকা।

রিশাদ বিগ ব্যাশে দল পাওয়া দ্বিতীয় বাংলাদেশি হলেও এখনো এই আসর খেলা হয়নি তার। এবারও দল পেয়েছেন, তবে খেলার সম্ভাবনা নির্ভর করছে বিপিএলের উপর। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow