বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ, শিশুরাই বেশি আক্রান্ত

হাসপাতালগুলোয় শীতজনিত রোগ নিয়ে শিশু ভর্তির সংখ্যা বাড়ছে

Jan 23, 2024 - 14:55
 0  54
বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ, শিশুরাই বেশি আক্রান্ত

এ সময়ে শিশুরা শীতকালীন রোগে বেশি আক্রান্ত হচ্ছে বলে তাদের প্রতি বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

দেশে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় ঠান্ডাজনিত অসুস্থতার কারণে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু এবং বয়স্কদের মধ্যে হাসপাতালে ভর্তি উদ্বেগজনকহারে বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, কেবল ২ জানুয়ারি সারাদেশে নিউমোনিয়া, ডায়রিয়া এবং শ্বাসতন্ত্রের সংক্রমণের মতো শীতকালীন রোগে আক্রান্ত হয়ে তিন হাজার ৪০ জন চিকিৎসা নিয়েছেন।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত দেড় মাসে শীতজনিত রোগে আক্রান্ত হয়েছেন দুই লাখের বেশি মানুষ। এর মধ্যে শ্বাসকষ্ট এবং ডায়রিয়ায় ২৫ জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম দেশব্যাপী রোগীদের তথ্যের রেকর্ড রাখে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow